ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

সমাপনীর প্রশ্ন ফাঁসে শিক্ষককে সাময়িক বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:২২, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রশ্ন ফাঁসের অভিযোগে এবার সাময়িক বরখাস্ত হলেন হারুনুর রশিদ নামে এক শিক্ষক। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার গণিত বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। ঘটনায় শনিবার বিকেলে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, পৌর শহরে মাতৃছায়া কোচিংয়ে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের শিক্ষক হারুনুর রশিদ সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পান শিক্ষক হারুনুর রশিদ প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান অভিযান পরিচালনা করে প্রশ্ন ফাঁসের সঙ্গে তার সংশ্লিষ্টতা পান।

অভিযানে আজ রোববার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার গণিত প্রশ্ন কোচিং সেন্টারে উপস্থিত অভিভাবকদের মোবাইলে পাওয়া যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি