ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সরকার কৃষি উন্নয়নে বদ্ধপরিকর

প্রকাশিত : ২১:০৭, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০৭, ২১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরকার কৃষি উন্নয়নে বদ্ধপরিকর এবং কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। সোমবার বিকেলে চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষকের মধ্যে দেশী পেয়ারার চারা বিতরণ করা হয়। এর আগে নবান্ন উৎসব উদযাপনের অংশ হিসেবে উপজেলা সদরে বের করা হয় কৃষকদের বর্ণাঢ্য র‌্যালী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি