ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সরকারের মত বিচার বিভাগেরও সংসদের কাছে দায়বদ্ধতা থাকা উচিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের যেমন সংসদের কাছে দায়বদ্ধতা রয়েছে, বিচার বিভাগের তেমনি সংসদের কাছে দায়বদ্ধতা থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় সংসদের বাজেট আলোচনায় তিনি বলেন, জনগন প্রজাতন্ত্রের মালিক কাজেই তাদের স্বার্থ সবার আগে দেখতে হবে। দেশের মানুষের সুস্বাস্থ্যের বিষয় ভেবে এ খাতে বাজেটে আরও বরাদ্দের দাবী জানান দীপুমনি। বাজেট অলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ব্যাংকে টাকা রাখলে টাকা দিতে হবে এ বিষয়ে সাধারণ জনগনকে ভুল বোঝানো হচ্ছে। এক্ষেত্রে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে ২০ লাখ টাকার বেশি রাখলে কর নেয়ার প্রস্তাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি