ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সরবরাহ থাকলেও নাগালে আসেনি ইলিশের দাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে, ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও সাধারণের নাগালের মধ্যে আসেনি দাম। শুক্রবার বাজারে, সবজির দাম ছিল চড়া। তবে, চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্য সদাইপাতির মূল্য আগের সপ্তাহের মতই, আছে অপরিবর্তিত।

কাওরান বাজারে ইলিশির উপস্থিতি চোখে পড়ার মত বেশি। কিন্তু, কিনতে গিয়ে, হোচট খেতে হচ্ছে, ক্রেতাদের। কারণ, দাম অন্যান্য সময়ের চেয়ে বেশি।

৭’শ গ্রাম বা মাঝারি সাইজের এক হালি, মাছ কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে ২৫ শ টাকা। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করছেন।

এদিকে, ঈদের পর এখনও মাংসের বাজারে বেচা বিক্রির মন্দাভাব কাটেনি। দর, খাসি  সাড়ে ৭ শ ও গরুর মাংস ৪শ আশি টাকায়।

তবে দেশি মুরগি প্রতি পিছ কিনতে, হচ্ছে তিন শ থেকে সাড়ে তিশ টাকায়। ব্রয়লার মুরগির দাম কমেছে, কেজিতে দশ টাকা।

সবজির বাজার অস্থিরই বলা যায়। এক মাত্র আলু ছাড়া, অন্যান্য কোন সবজিই পঞ্চাশ কিংবা ষাট টাকার নিচে পাচ্ছেন না ক্রেতা সাধারণ।

বিক্রেতারা বলছেন ঈদের পর এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি।

তবে ভোজ্যে তেল, মশলাসহ মনিহারি পণ্য ও চালের দাম মোটামুটি স্থিতিশীল।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি