ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সরাইল মুক্ত দিবস পালিত

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ২২:২০, ৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আজ ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সরাইলকে পাক-হানাদার মুক্ত করেন। এই উপলক্ষে ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সরাইলের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সাধারণ জনগণের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফুজ আলীর সঞ্চালনায় সরাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা ইয়াসমিন, সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ভূইয়া, আব্দুস সালাম, মো. কামাল খান, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা। 

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাপাতালের পক্ষ থেকে প্রতিনিধি নারায়ন চক্রবর্ত্তী প্রমূখ। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, সরাইলের সাধারণ নাগরিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি