ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সরাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৫৬, ২৪ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ স্বাগত বক্তব্য রাখেন, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বক্তব্য রাখেন, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। এসময় উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাণিক, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা টেলিভিশন জানার্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ।

মেলার উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকাসহ অন্যরা মেলায় অংশ নেয়া উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। 

এসময় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা। শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দশনামূলক কথাবার্তা বলেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি