ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সরাসরি নির্বাচনের দাবিতে হংকংয়ে রেলস্টেশন অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২২ জুলাই ২০১৯

সরাসরি নির্বাচনের দাবিতে হংকংয়ের ইয়েন লং রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করছে সরকারবিরোধী হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৬ জন আহত হয়েছেন।

প্রায় ১০ হাজার বিক্ষোভকারী মুখে কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নিচ্ছেন। এসময় সমবেত জনতার উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বিক্ষোভকারীরা অ্যাডমিরাল্টিতে সরকারি ভবনের সামনেও জড়ো হয়। গেলো ৯ জুন থেকে চীনবিরোধী এ আন্দোলনের সূত্রপাত হয় মূলত কথিত অপরাধী প্রত্যার্পণ বিল নিয়ে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে বিলটি থেকে পিছু হটতে বাধ্য হন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম।    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি