ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সরাসরি যাবার উপায় নেই নিঝুম দ্বীপে

প্রকাশিত : ১৬:০৬, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রকৃতি-কন্যা দৃষ্টিনন্দন নিঝুম দ্বীপ দেখার ইচ্ছে থাকলেও, যাবার সরাসরি উপায় নেই। ঢাকা থেকে ভোলা হয়ে একটি মাত্র লঞ্চ চললেও তা নিঝুম দ্বীপের ৩০ কিলোমিটার আগেই নোঙর করে। বাকি পথ পাড়ি দিতে যাত্রীদের সওয়ার হতে হয় চাঁদের গাড়ি আর নৌকায়। ইলিশের জন্য বিখ্যাত নিঝুম দ্বীপ, সম্প্রতি পর্যটন কেন্দ্র হিসেবেও সুনাম কুড়িয়েছে। এখান থেকে উপভোগ করা যায় সাগরের অপার সৌন্দর্য। সবুজ বন, হরিণ আর নানা রঙের পাখি মন ভুলিয়ে দেয় পর্যটকদের। বনে হিং¯্র কোন প্রাণী না থাকায় নিঝুম দ্বীপ নিরাপদ এক বিনোদন কেন্দ্র। কিন্তু ঢাকা কিংবা যেকোন জেলাসদর থেকে সরাসরি কোন লঞ্চ যোগাযোগ না থাকায় দ্বীপের মানুষ যেমন আছেন ভোগান্তিতে তেমনি পর্যটকেরাও পদে-পদে বাধাগ্রস্থ। বহুদিন ধরে এই রুটে নতুন লঞ্চ দেয়ার আশ্বাস দিচ্ছে বিআইডব্লিউটিএ। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। ব্যক্তিমালিকানার একটি লঞ্চ ঢাকা থেকে ভোলা হয়ে তমরুদ্দি ঘাটে গিয়েই যাত্রাবিরতি করে। এখান থেকে চাঁদের গাড়ি, ইজিবাইক কিংবা ভ্যানে করে মুক্তারিয়া ঘাট। এরপর ট্রলারে চেপে নিঝুম দ্বীপ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি