ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সর্ব ইউরোপিয়ান আ.লীগের উপদেষ্টা এম এ গণি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে, এম এ গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তারা এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এক শোক বার্তায় তাঁরা বলেন, ‘এম এ গণি ছিলেন আমাদের অভিভাবক। প্রিয় নেতা গণি ভাইয়ের প্রয়াণে আমরা গভীরভাবে বেদনাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।’
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি