ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

সশস্ত্র বাহিনী দিবসে যান চলাচল সীমিত থাকবে সেনানিবাসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজট মুক্ত রাখা হবে।

আজ রোববার আইএসপিআর’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া  সব ধরনের যানবাহন সকাল ৭টা হতে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২ হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি