ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাঁওতাল বসতিতে হামলার দুই বছরেও মামলার অগ্রগতি নেই [ভিডিও]

প্রকাশিত : ১১:৫১, ৬ নভেম্বর ২০১৮

গাইবান্ধার রংপুর সুগার মিলের জমিতে বসবাসকারি সাঁওতাল উচ্ছেদ ঘটনার দুই বছর আজ। ২০১৬ সালের এই দিনে সাঁওতাল বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ আদিবাসীরা। আবাসস্থল হারানোর পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা।

উচ্ছেদের পর পেরিয়ে গেছে দুই বছর, এখনো মেলেনি গাইবান্ধার আদিবাসীদের স্বজন হত্যা, লুটপাট আর আবাসস্থল থেকে উচ্ছেদের বিচার।

২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের জমিতে বসবাস করা সাঁওতালদের উচ্ছেদ করা হয়।

সেসময় পুলিশ ও সুগার মিল কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে নিহত হয় মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও চরন শরেন নামের তিন আদিবাসী। ঘটে হামলা ও লুটপাটের ঘটনাও।

উচ্ছেদের পর আদিবাসীরা আশ্রয় নিয়েছে স্থানীয় জয়পুর ও মাদারপুর গ্রামের বিভিন্নস্থানে। মাথা গোজার ঠাঁই নেই, কাজ নেই। এছাড়া উচ্ছেদ আর হত্যা মামলার অগ্রগতিও না থাকায় এসব মানুষের দিন কাটছে চরম হতাশায়।

এ ঘটনায় সাঁওতাল, মিল কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে ১১টি মামলা দায়ের করা হয়। তবে দুই বছর কাটলেও কোন মামলারই সুরাহা হয়নি। আসামীদের মধ্যে ২৪ জন গ্রেফতার হলেও জামিনে আছেন সবাই।

এদিকে এধরনের মামলা তদন্তে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

হামলা, লুটপাট ও হত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি পূর্বপুরুষদের ভিটেমাটি ফেরত চান আদিবাসী সাঁওতালরা।

ভিডিও: https://youtu.be/n_6IVKrQtWk


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি