ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সাঁওতালদের উচ্ছেদ ও সহিংসতার ঘটনার তদন্ত শুরু হয়েছে

প্রকাশিত : ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ ও সহিংসতার ঘটনার উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের তদন্ত দল। উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লী পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইউসুফ হোসেন রনি। একই সাথে মঙ্গলবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্তটিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে তদন্তের কাজ শুরু করে। গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন রনি উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন তারা।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি