ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

সাংবাদিকদের সঙ্গে ইবি কর্তৃপক্ষের মতবিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১ নভেম্বর ২০১৮

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার ভিসির বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী আসন্ন ভর্তি পরীক্ষাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সাংবাদিকদের জ্ঞাতার্থে তুলে ধরেন।

তিনি বলেন, অপেক্ষাকৃত বেশী মেধাবী শিক্ষার্থীদের ভর্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। তিনি জানান, এবারের পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৮টা থেকে ৪টা করা হয়েছে এবং দুইদিনে পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের দুরভিসন্ধিমূলক অপতৎপরতার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। সমবেতভাবে শতভাগ আন্তরিকতা দিয়ে সফল সুন্দর স্বচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর অগ্রযাত্রায় একটি মাইলফলক স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. আতাউল হক-এর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি