ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ডাকসু নির্বাচন

সাংবাদিকদের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নকে চিঠি দিয়ে এ আমন্ত্রণ জানান।

চিঠিতে বলা হয়, আজ রোববার রাত ৯টায় ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে আলোচনার জন্য উপাচার্যের বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সব সদস্যের সঙ্গে উপাচার্য মতবিনিময় সভায় অংশ নেবেন। এতে উপস্থিত থাকার জন্য সমিতির সদস্যদের অনুরোধ জানানো হয়।

এর আগে ডাকসু নির্বাচন ঘিরে আলোচনার জন্য ১০ জানুয়ারি ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন ও ১৭ জানুয়ারি টিএসসিভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য। এ ছাড়া আগামীকাল সোমবার সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ‘পরিবেশ পরিষদ’-এর বৈঠকও ডেকেছেন উপাচার্য।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি