ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

সাংসদ ফজলে করিমের সঙ্গে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২০:৪২, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ চট্টগ্রাম-০৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) তাঁর বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে এবিএম ফজলে করিম চৌধুরী চুয়েটের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কেআই/  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি