ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

সাংসদ লিটন হত্যার ঘটনায় খুনীরা শনাক্ত

প্রকাশিত : ২১:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় খুনীরা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একে এম শহিদুল হক। শিগগিরই তাদের গ্রেফতার করা হতে পারে বলেও জানান তিনি। সকালে সাভারের আশুলিয়ায় এসব কথা বলেন পুলিশ প্রধান। এদিকে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। গেল ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে দূর্বৃত্তদের গুলিতে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এর পর পেরিয়ে গেছে দেড় মাস। এতোদিন হত্যা রহস্য উদঘাটন না হলেও সোমবার সকালে আশুলিয়ায় নারী কনস্টেবলদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক বলেন,  সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এদিকে শিগগিরই শনাক্ত খুনীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে নিহত সংসদ সদস্যের পরিবার ও এলাকাবাসী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি