ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সাওতাঁলদের ৫৫০ বস্তা ধান দেয়া হয়েছে, ধানের পরিমাণ নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাঁওতালরা

প্রকাশিত : ১১:৫৪, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৪, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাওতাঁলদের চাষ করা ধান কাটার কাজ শেষ হলো। দু’দফায় ৫৫০ বস্তা ধান দেয়া হয়েছে উচ্ছেদ করা সাঁওতালদের। তবে পাওয়া ধানের পরিমাণ নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাঁওতালরা। তবে চিনি কল কর্তপক্ষ বলছে, সঠিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে ধান। দ্বিতীয় দফায় শেষ হলো সাঁওতালদের জমিতে সাহেবগঞ্জ ইক্ষু খামারের ধান কাটার কাজ। ৪৫.৫ একর জমি থেকে প্রথম দফায় ৪৪৭ বস্তা ও দ্বিতীয় দফায় ১০৩, সব মিলিয়ে মোট ৫৫০ বস্তা ধান দেয়া হয় উচ্ছেদ করা সাঁওতালদের। তবে সাঁওতালদের দাবি, প্রথম দফার ধানই ঠিকভাবে বুঝে পায়নি তারা। একই সাথে পাওয়া ধানের পরিমাণ নিয়েও অভিযোগ তাদের। ধান মাড়াইয়ের সময় জমিতে পড়ে কিছু ধান নষ্ট হলেও বাকী ধান ঠিকমতো বুঝিয়ে দেয়া হয়েছে বলে দাবি চিনি কল কর্তৃপক্ষের। উচ্চ আদালতের নির্দেশে গেলো ২৪ নভেম্বর থেকে শুরু হয় ধান কাটার কাজ। টানা ৫ দিন ১ম দফায় ও দ্বিতীয় দফায় ২দিন চলে ধান কেটে ও মাড়াই করে সাওতালদের বুঝিয়ে দেয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি