ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

সাকা চৌধুরীর ছেলেকে গোয়েন্দা শাখার সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ

প্রকাশিত : ১৯:৪১, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৪১, ৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ফাঁসের মামলায় শুনানিতে হাজিরা দিতে বৃহস্দুপতিবার পুর পৌনে ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান হুম্মাম। গাড়ী থেকে রাস্তায় নামার পরপরই কয়েকজন ব্যক্তি হুম্মামকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। তবে, হুম্মামকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি