সাগরে তৈরি হয়েছে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
প্রকাশিত : ১৫:৩৩, ২৪ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে আবারও একটি নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগের একটি লঘুচাপ দুর্বল হয়ে শেষ হওয়ার পরপরই নতুন এই লঘুচাপের খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ওই বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলেছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ। এরপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজী জেবুন্নেছা আরও বলেন, এটির গতিপথ ভারতের ওডিশ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে। এটি বাংলাদেশের স্থলভাগে তেমন একটা প্রভাব পড়বে না। তবে চলতি মাসের ২৯ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি চলতি মাসের শেষ পর্যন্ত থাকতে পারে।
শুক্রবার সকালের আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিন ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানকার তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এমআর//
আরও পড়ুন










