ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

সাগরে ভাসতে থাকা রোহিঙ্গারা ভাষানচরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৩ মে ২০২০

মিয়ানমার থেকে পালিয়ে সাগরে ভাসতে থাকা একদল রোহিঙ্গাকে প্রথমবারের মতো নেয়া হয়েছে নোয়াখালী ভাষানচরে। শনিবার (২ মে) রাত আড়াইটার দিকে ২৮ রোহিঙ্গাদের ওই দলটিকে সেখানে নেয়া হয়। 

গণমাধ্যমকে বিষয়টি জানান নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। 

জানা গেছে, কক্সবাজারের সমুদ্র উপকূলে ভাসতে থাকা এসব রাহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ড। তবে, চলমান করোনা সংক্রমণ বিস্তারের ফলে তাদেরকে ভাষানচরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই মুহূর্তে রোহিঙ্গা শিবিরে নেয়া সম্ভব না হওয়ায় সেখানে নেয়া হয়। 

অন্যদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান,‘গত শুক্রবার রাতে ছোট ছোট ডিঙি নৌকায় করে বেশ কিছু রোহিঙ্গা মিয়ানমার থেকে দালালদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের মাধ্যমে কোস্টগার্ড তাদের আটক করে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এটাই রোহিঙ্গাদের প্রথম কোনো দল, যাদের ভাসানচরে পাঠানো হলো। এদের খাদ্যসহ সবধরনের ব্যবস্থা আপাতত দেয়া হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি