সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত : ১৪:১০, ১২ আগস্ট ২০২৫

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের আট বিভাগেই হালকা থেকে ভারী বিভিন্ন মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ।
আজ মঙ্গলবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে এদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন ধরেই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এএইচ
আরও পড়ুন