ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সাফারি পার্ক থেকে সিআইডির নমুনা সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছে সিআইডি হেডকোয়ার্টার থেকে আসা একটি কেমিক্যাল টিম। পরিদর্শন শেষে ডা. নাজমুল করিম খানের নেতৃত্বে আসা টিমটি সাফারি পার্ক থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন।

১২ থেকে ১৩টি নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পরীক্ষা করে প্রাণী মৃত্যুর কারণ বের করা হবে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। 

এ সময়ে বিভিন্ন বিষয়ে নিয়ে পার্কের স্টাফদের সাথে কথাও বলেন তারা। 

সিআইডি হেডকোয়ার্টার থেকে আসা কেমিক্যাল টিম, গাজীপুর ক্রাইমসিন টিম ও সিআইডি তদন্ত টিমের যৌথ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিআইডির এসপি রিয়াজুল হক, এডিসি (শিক্ষা) অঞ্জন কুমার সরকার।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয়েছে। যা নিয়ে চলছে নানামুখী আলোচনা। পার্কে জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি