ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাব-মেরিন ঘাঁটি নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ১৭:১৪, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৪, ৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারে বাংলাদেশ নৌ-বাহিনীর সাব-মেরিন ঘাঁটি নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, নৌ-বাহিনীর ক্যাপ্টেন জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধিগ্রহণকৃত ৩শ’ ৩৩ একর জমির ১ম পর্যায়ে ১শ’ ২জন জমি মালিকদের মাঝে ৭কোটি ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। পরে রাজাখালী ফৈয়জুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি