ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

সাবেক এমপি লাইলা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২০ মে ২০২৫

Ekushey Television Ltd.

সং‌র‌ক্ষিত নারী আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজু‌তি‌কে গ্রেফতার ক‌রে‌ছে গোয়েন্দা পু‌লিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লায়লা পারভীন সেজু‌তিকে দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গ্রেফতার হওয়া সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং সাতক্ষীরার দৈনিক ‘পত্রদূত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি