ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের দাফন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানকে।
বিকেলে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে দুপুরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রীম কোর্টে জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি ও আইনজীবীরা। এ’সময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ দীর্ঘ দিনের সহকর্মীরা ৮১ বছর বয়সে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০০০ সালে বাংলাদেশের ১০ম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহন করেন লতিফুর রহমান। ২০০১ সলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি