সাভার বিএনপি নেতা মুশাকে দল থেকে বহিষ্কার
প্রকাশিত : ১৬:০৬, ৯ জুলাই ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশাকে সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার রাতে প্রকাশিত বিএনপি মিডিয়া সেলে প্রকাশিত বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে মোশারফ হোসেন মুশাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃত মোশারফ হোসেন মুশার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে তুলে নিয়ে পায়ে গুলি করা, চাঁদাবাজি, দখলবাজিসহ সাভার মডেল থানায় বেশ কিছু অভিযোগ ও মামলা রয়েছে। ইতিপূর্বে গ্রেপ্তারও হয়েছেন তিনি।
এছাড়াও ৫ই আগস্টের পর বিএনপি'র ছায়াতলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছিল তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতাও।
দল থেকে তাকে বহিষ্কারের খবরে হেমায়েতপুর এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে।
এএইচ
আরও পড়ুন