ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

সাভারে অ আ ক খ স্কুলের পোশাক-ব্যাগ বিতরণ

প্রকাশিত : ২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অ আ ক খ স্কুল সাভার শাখার ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস এবং ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে ডা. ইশরাত জাহান লামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজী এন্ড হাসপাতালের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শরিফুন্নেচ্ছা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জহিরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে। সমাজের সকলের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করা গেলে সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

উল্লেখ্য, "অ আ ক খ" স্কুল মূলত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি