ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সাভারে টাকা চুরির অভিযোগে গৃহপরিচালিকা নির্মম নির্যাতনের শিরার

প্রকাশিত : ১৩:৪১, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪১, ১৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

টাকা চুরির অভিযোগ সাভারে রিনা খাতুন নামে এক গৃহপরিচালিকাকে নির্মম ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  রিনা খাতুনের ছেলে জীবন জানায়, তার মা নামাগেন্ডা পশিচমপাড়া এলাকায় বাচ্চু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। গতকাল রাতে বাচ্চু মিয়ার বাড়ী থেকে ১২ হাজার ২৫ টাকা হারিয়ে যায়। সেসময় টাকা চুরির অভিযোগে বাচ্চু মিয়া, তার বন্ধু মোকছেদ ও বাড়ির মালিক দারোগ আলী রিনাকে ধারালো অস্ত্র দিয়ে খুুচিয়ে আহত করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। এঘটনার পর থেকে অভিযুক্ত বাচ্চু মিয়া পালিয়ে গেছেন। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি