ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

‘সামনের বছর জলাবদ্ধতা দেখবেন না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সামনের বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন।

আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’

 ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।’

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা, জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কার করার নির্দেশ দিয়েছি ওয়াসাকে। আশা করছি, এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না। এরপর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর এ জলাবদ্ধতা থাকবে না।’

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি