ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সামাজিক পরিবর্তনে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ুর অভিঘাতবিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:১২, ১৭ নভেম্বর ২০১৭

”পরিবর্তনে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ুর অভিঘাত” শীর্ষক প্রাক কর্মশালা ঢাকা স্কুল অব ইকনোমিকসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ভারতের বেঙ্গোলোরের আইবিএস আর এ অধ্যাপক কৃষ্ণ সেন গুপ্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।

অধ্যাপক গুপ্ত বলেন, নারীর ক্ষমতায়নের ফলে জলবায়ু্র অভিঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ড. কাজী খলীকুজ্জমান আহমদ তার বক্তব্যে টেকসই উন্নয়নে গতিময়তা সৃষ্টির চেষ্টা হচ্ছে।

এতে অধ্যাপক ড.কাজী সালেহ আহমেদ, অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, জামেশদুজ্জামান, ড. এ. কে. এম নজরুল ইসলাম, ড. নারায়ন চন্দ্র সিনহা বক্তব্য রাখেন।

প্রশ্নোত্তর পর্বে ব্রাকের সাবের খান মো. ফেরদৌস, পি কে এস এফের আবু হায়াৎ, রাহাত হোসেন মো. হোসেন, এবি ব্যাংকের অতীন্দ্র কুমার মল্লিক, সুমন কুমার শীল, উদ্যোক্তা আপেল মাহমুদ বিভিন্ন প্রশ্নের মাধ্যেমে বাংলাদেশের উন্নয়নে গতিময়তা আনা যায় এবং সচেতনতা বৃদ্ধি করা যায় সে জন্যে এধরনের ব্যাপক পরিসরে কর্মশালার আয়োজন করার সুপারিশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি