ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সাম্প্রদায়িক আবহ তৈরির ষড়যন্ত্র অভিযোগ করেন রাশেদ খান মেনন

প্রকাশিত : ১৪:২০, ২১ জুন ২০১৬ | আপডেট: ১৪:২০, ২১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গুপ্ত হত্যা ঘটিয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক আবহ তৈরি করার ষড়যন্ত্র অভিযোগ করেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এই আবহ প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়েছে। জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর দূর্বলতাও পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের চলতি বাজেট এর সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশি বিদেশী ষড়যন্ত্র চলছে সাম্প্রদায়িক আবহ নষ্ট করতে। এসময় সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে রাশেদ খান মেনন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি