ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সারাদেশে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ রোববার থেকে সারাদেশে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। 

সাশ্রয়ী মূল্যে সারাদেশের নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে দেওয়া হবে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল।

শনিবার (১৪ ডিসেম্বর টিসিবির এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।  

এতে বলা হয়, কার্ডধারী এক কোটি পরিবার সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত স্থায়ী স্থাপনা (বিক্রয়কেন্দ্র) থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি