ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৭:৪৬, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ১ মার্চ ২০১৭

সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দুপুরে মতিঝিল সড়ক ভবনে পরিবহন মালিক-শ্রমিকদের চার সংগঠনের সাথে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, অচলাবস্থা নিরসনে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে যান চলাচলের জন্য মালিক-শ্রমিকদের আহ্বান জানানো হয়েছে। রাজধানীসহ সারাদেশে লাগাতার সড়ক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভেঙে পড়ে সড়ক যোগাযোগ। নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে সচিবালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আইনমন্ত্রী এবং নৌমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, জনদুর্ভোগের বিষয়টি পরিবহন মালিক শ্রমিকদের অবহিত করে যান চলাচল স্বাভাবিক রাখার আহবান জানানো হয়েছে। পরে মালিক-শ্রমিকদের সমস্যা নিয়ে সরকারের আইনানুগ সহযোগিতার আশ্বাসে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ভবনে চার সংগঠনের সাথে বৈঠকে বসেন নৌমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নৌ মন্ত্রী নিজেই পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আর স্থানীয় সরকার প্রতিন্ত্রী বাস ও ট্রাক মালিকদের সংগঠন সড়ক পরিবহন সমিতির সভাপতি। প্রায় পৌনে দুই ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত জানান শাহজাহান খান। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি জানিয়েছে, অনুরোধের প্রেক্ষিতে দেশে যান চলাচল স্বাভাবিক করা হবে। সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার দায়ে সাভারে এক ট্রাক ড্রাইভারের মৃত্যুদন্ড ও মানিকগঞ্জে বাস চালকের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক ফেডারেশন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি