ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সারাদেশের মতো চট্টগ্রামেও জঙ্গিবাদ বিরোধী ও গণসচেতনতামূলক বক্তব্য দিয়েছেন ইমামরা

প্রকাশিত : ১৭:২৮, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২৮, ১৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সারাদেশের মতো চট্টগ্রামেও বিভিন্ন মসজিদে জঙ্গিবাদ বিরোধী ও গণসচেতনতামূলক বক্তব্য দিয়েছেন ইমামরা। শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ মসিজদসহ বেশ কিছু মসজিদে ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী একই খুতবা পাঠ করা হয়। এসময় ইমামরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা, অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ কিংবা রক্তপাত ইসলাম বৈধতা দেয় না। এ ব্যাপারে মুসল্লীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি