ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সাড়ে ৭ মণ শাপলা মাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ। পরে বিশাল আকারের এ মাছটি বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নেওয়া হয়।

গত শুক্রবার রাতে জেলেদের জালে ধরা পড়া মাছটি আজ রোববার সকালে কেটে ভাগা দিয়ে বিক্রি করছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

জানা গেছে, গতকাল শনিবার মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নেওয়া হলে সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক।

আজ রোববার সকালে মাছটি সেখান থেকে কিনে ৫০০ টাকা করে ভাগা দিয়ে বিক্রি করছেন বলে জানিয়েছেন মাসুম বেপারী নামে ওই মৎস্য ব্যবসায়ী।

ব‌রিশাল মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম লিওপার্ড ‍স্টিংগ্রে। এটির স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গু‌লো উপকূলীয় অগভীর নদী, ম্যানগ্রোভে পাওয়া যায়।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি