ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সায়মা এবং ফয়সালের পরিবারে শুধুই কান্না (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৫১, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়জন হারানোর বেদনা নিয়ে এক একটি দিন পার করছেন নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের স্বজনেরা। প্রিয়জনকে হারিয়ে একরাশ হাহাকার গ্রাস করেছে পরিবারগুলোকে। নিহত সরকারী কর্মকর্তা উম্মে সালমার ছোট্ট মেয়ে সামারা এখনো জানে না তার মা আর কোনোদিনই ফিরবে না। নিহত সাংবাদিক ফয়সালের পরিবারে যেনো পাথরচাপা শোক।

কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা উম্মে সালমার শিশুকণ্যা সামারা। ছোট্ট দুটি চোখ দিনভর খুঁজে ফেরে মাকে।

বাবার হাত ধরে ঘুরে বেড়ায় বাড়ির এপাশ ওপাশ।

মা কখন আসবে? আসে না কেন? সবারই উত্তর.. মা আসবে। মাকে কাছে না পেয়ে এখন বাবাই যেনো তার পৃথিবী। সারাদিন বাবার সাথেই খেলা।

স্ত্রীকে হারিয়ে শোকে পাথর সামারার বাবা মাসুদ উদ্দীন।

একই অবস্থা দুর্ঘটনায় প্রাণ হারানো সাংবাদিক ফয়সালের পরিবারের। ভ্রমনপ্রিয়, খোলামনের ফয়সালের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেননা তার স্বজনরা।

ফয়সালের স্মৃতি প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় প্রিয়জনদের।

হারানোর বেদনায় যেনো শোকের সাগরে ভাসছে পরিবারগুলো।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি