ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সিংড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মিঠু নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি এলাকার রেজাউল হকের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। 

এসময় ওই যুবকের দেহ তল্লাশি করে বাংলাদেশি জাল ১ হাজার টাকার ১৫টি নোট উদ্ধার করা হয়। এসময় ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি