ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের বিনামূল্যে চিকিৎসা সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সম্প্রতি শরীয়তপুর জেলার নড়িয়ায় পদ্মার ভয়াল ভাঙ্গনে সর্বশান্ত প্রায় ৭ হাজার ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর সোমবার এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এতে নড়িয়ার তিনটি স্থানে বিপর্যস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়। ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সাথে তিনি উক্ত স্থানসমূহে দুই দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন। চিকিৎসা সেবা ক্যাম্পে জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন হক সিকদার বলেন, দূর্গত মানুষের জন্য জয়নুল হক সিকদার সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবং এই প্রচেষ্টা তিনি আজীবন অব্যহত রাখবেন। তিনি নদী ভাঙ্গনে সর্বহারা মানুষদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাড়ী তৈরি করে দেওয়ারও অঙ্গীকার করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি