ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সিকৃবিতে মৌলিক জৈব তথ্যবিজ্ঞান সংক্রান্ত কর্মশালা

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৩২, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ১২ থেকে ১৩ মার্চ দু’দিন ব্যাপী মৌলিক জৈব তথ্যবিজ্ঞান সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. রুবাইয়াৎ নাজনীন আখন্দ ও ফার্মাসিউটিক্যালস ও ইন্ডাষ্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। 

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মেহেদী হাসান খান ও জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি