ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫

সিক্ত`র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

হয়ে গেলো 'লোকাল কনফারেন্স অব ইয়ুথ' এর সমাপনী। রাজধানীর ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপার্পাস হলে আন্তর্জাতিক এই আয়োজন করে 'সিক্ত বাংলাদেশ'। ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয় ২১ সেপ্টেম্বর রোববার বিকালে।

বিশ্বের ১শ'১০টি দেশে একযোগে অনুষ্ঠিত সম্মেলনে সংগ্রহ করা হয় তরুণ শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত, যা উত্থাপন করা হবে আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে। উদ্বোধনী দিনে এতে বক্তব্য দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু  বিষয়ক কার্যক্রম সিথ্রীইআর এর সহকারী পরিচালক রওফা খানম, ইউএনডিপি'র জলবায়ু বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, আন্তর্জাতিক আয়োজনের প্রধান সমন্বয়ক ইয়াঙ্গোর প্রতিনিধি আলবা পেনা ও জাতিসংঘ মহাসচিবের যুব বিষয়ক উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু। সমাপনী দিনে সিথ্রীইআর এর উপদেষ্টা প্রফেসর আইনুন নিশাত, বহ্নি শিখার ব্যাবস্থাপনা পরিচালক তাসাফি এম হোসেন, সুইডেব দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ, পরিবেশ অধিদপ্তর (বায়ু মান) -এর পরিচালক জিয়াউল হক, সিক্তো বাংলাদেশের চেয়ার খাদিজা মুস্তারিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সৈয়দ ফেরহাত আনোয়ার।

সম্মেলনে সারাদেশ থেকে আগত বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুশো শিক্ষার্থী তুলে ধরে জলবায়ু বিষয়ক মতামত ও পর্যবেক্ষণ। সিক্ত বাংলাদেশের অন্যতম পরিচালক মাহবুব আলম তামিম জানান, জলবায়ুর ইতিবাচক ধারা ধরে রাখতে ও নেতিবাচক দিকগুলো উত্তরণে যুব সমাজকে শক্তি হিসাবে কাজে লাগাতে চায় আন্তর্জাতিক সংগঠন ইয়াঙ্গুন, তারই ধারাবাহিকতায় দু'দিন ব্যাপী এই আয়োজন। এখানকার ইয়ুথ স্টেটমেন্ট তুলে ধরা হবে আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে।

দু'দিনের আলোচনায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নানা দিক ও করণীয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি