ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাইয়ে নগরবাসীর প্রতি আহ্বান

প্রকাশিত : ১৪:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাইয়ে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। একইসঙ্গে ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণেরও আশ্বাস দিয়েছেন তিনি। কোরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে মেয়র জানান, কোরবানীর জন্য উত্তর সিটি কর্পোরেশনে ৬শ’ ৪৮টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৯৬টি স্থানে পশু জবাইয়ের জন্য মাওলানা ও কসাইসহ সব ব্যবস্থাই রাখা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানীর জন্য অনুরোধও জানান মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি