সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৬:০৫, ১৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূর গলাকাটা ও ডিএনডি লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর সঙ্গে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে হত্যার ঘটে থাকতে পারে ধারণা করছে পুলিশ।
বুধবার সকালে শিমরাইল মোড় এলাকায় থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী কাজের জন্য বিভিন্নস্থানে যাতায়াত করায় নিহত লাকি আক্তার নিরব নামে প্রতিবেশী এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জরিয়ে পড়ে এবং বাসায় তার যাতায়াতও ছিল। গতকাল রাতে নিরব তার বাসায়ই ছিল। সকালে ঘরের ভেতরে নিহতের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে, ডিএনডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, গৃহবধূ লাকি আক্তারের সাথে নিরব নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল এবং বাসায়ও যাতায়াত করতো। ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমিকই এ হত্যার সাথে জড়িত। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ডিএনডি লেকে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন