ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিনেমার জন্য গান লিখলেন জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

ড. মুহম্মদ জাফর ইকবাল। একজন কথাসাহিত্য ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ তথা শিক্ষাবিদ। এই প্রথম তিনি কোনো সিনেমার জন্য গান লিখেছেন। সিনেমার নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার গল্পও নেয়া হয়েছে জাফর ইকবালেরই লেখা শিশু-কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন এবং পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। এর মূল চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। সিনেমাটির সহপ্রযোজনা করছে বঙ্গবিডি।

জানা গেছে, আগামী ১৬ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সিনেমার কলা-কুশলীদের সঙ্গে পরিচয় পর্বের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এ সিনেমার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে কথা বলবেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি