ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:৪৬, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটভাটা থেকে ইউসুফ আলী নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় রায়গঞ্জ উপজেলার নিমগাছী জহির ব্রিক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত ইউসুফ সাতক্ষিরা জেলার বাড়িহাটি গ্রামের ওসমান গণীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছী জহির ব্রিক্সে শ্রমিক হিসেবে কর্মরত ছিল ইউসুফ আলী। সকালে ইটভাটায় তার লাশ পড়ে থাকতে দেখে শ্রমিকরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল হক জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট না দেখা পর্যন্ত বলা যাবে না। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি