ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। এরা হলো- উপজেলার রঘুনিলি গ্রামের ময়ান উদ্দিনের ছেলে শাহেদ আলী (১৫) এবং চক-জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল রোউফের মেয়ে রুবিনা খাতুন (১৪)। এরা দুজনেই এলাকার এসএম দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র/ছাত্রী।

এলাকাবাসী জানায়, হঠাৎ করে রুবিনা খাতুনের ইচ্ছার বিরুদ্ধে তার বাবা বিয়ের কথা চালাচ্ছিল। বিষয়টি জেনে শনিবার সকালে রুবিনা মায়ের সঙ্গে অভিমান করে সবার অজান্তে বিষ পান করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে প্রেমিকার মৃত্যুর  খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক শাহেদ আলী।

এ ব্যাপারে তাড়াশ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি