ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:০৬, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাদাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এলাকার আবুল হোসেনের ছেলে হাবিব ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হলো কাদাই গ্রামের আবুল কাশেমের ছেলে মোবিন, হবিবরের ছেলে রফিকুল, হানিফের ছেলে ছানু, আলিমের ছেলে সজিব, আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ এবং আমিরুলের ছেলে রাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে কাদাই গ্রামে লোকজন মাঠের পানি ডেঙ্গিয়ে সরানোর সময় উপরে থাকা তারে বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎ অফিসে ফোন করে আধা ঘণ্টা পর তা বন্ধ করলে লেগে থাকা ১০জন পড়ে যায়। এর মধ্যে হাবিব ঘটনাস্থলে মারা যান। আর বাকিদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ডাঃ সামিমুল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি