ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭টি ককটেল বোমাসহ জামায়াত নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উল্লাপাড়া উপজেলার জংলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতা মোতালেব হোসেন উল্লাপাড়া উপজেলার দুর্গা নগর ইউনিয়ন জামায়াতের আমীর ও বালশাবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। ভোরে জংলীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ৭টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি