ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের চৌহালিতে প্রাথমিক ও কারিগরি বিদ্যালয় তৈরি করছে সরকার

প্রকাশিত : ১২:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

দুর্গম চরের যেসব গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেসব স্থানে প্রাথমিকের পাশাপাশি কারিগরি বিদ্যালয় তৈরি করছে সরকার। এতে বেড়েছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা। একইসঙ্গে এসডিজি অর্জনে ভিন্নধর্মী অনেক প্রকল্পও শুরু হয়েছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার দক্ষিণে যমুনাপাড়ের চরগুলোতে বাস করে প্রায় চার লাখ মানুষ। কয়েক বছর আগেও দুর্গম এ’সব এলাকায় বেশ কিছু ভাঙাচোরা শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও, তাতে শিক্ষার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। দিন পাল্টেছে, সেই সঙ্গে বদলে গেছে চরের শিক্ষার্থীদের জীবনচিত্র। অধিদফতরগুলো বলছে, কয়েক বছরের মধ্যেই দূর হবে শিক্ষার সব সঙ্কট। সরকারের বিভিন্ন ধরণের প্রকল্পে শিগগিরই চরবাসীর জীবনযাত্রার মান বদলে যাবে বলে জানালেন প্রকল্প পরিচালকরা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আরো প্রকল্প হাতে নিচ্ছে বলেও জানান তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি