ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সকাল ১০টায় ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড

প্রকাশিত : ১১:০৮, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:০৮, ২৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সকাল ১০টায় ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। এর আগে, প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ছিলো ৫০ রান। মিরপুরে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক। এক রানে ইমরুল কায়েস আউট হলেও দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন তামিম ইকবাল। তবে, তার বিদায়ের পর মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২২০ রানেই প্রথম ইনিংস শেষ হয় টাইগারদের। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মঈন আলী। জবাবে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদেরও। দলীয় ১০ রানে সাকিবের বলে প্রথম আউট হন বেন ডাকেট। এরপর ব্যক্তিগত ১৪ রানে কুক ও ৯ রানে ব্যালেন্সকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি