ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ২১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩২, ২১ জানুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ইসরাইলের সেনাবাহিনী সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। তারা কুদস বাহিনী তথা ইরানিয়ান রেভুলশনারি গার্ডের এলিট ফোর্সের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত না জানা গেলেও সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার সকালে হামলার খবর পাওয়া গেছে।

সিরিয়ার গণমাধ্যম বলছে ‘একটি ইসরায়েলি বিমান আক্রমণ’ প্রতিহত করেছে সিরিয়া প্রতিরক্ষা বাহিনী।

রোববার আইডিএফ জানিয়েছে গোলান হাইটসের ওপর একটি রকেটের পথরোধ করেছে তারা।

সোমবার সকালে এক টুইটের মাধ্যমে এই অভিযানের খবর প্রকাশ করে আইডিএফ। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় ইসরায়েলি রকেট `রাজধানী দামেস্কের নিকটবর্তী` স্থানে আক্রমণ করছে।

প্রত্যক্ষদর্শীরা দামেস্কে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান। তবে এই আক্রমণের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

ইসরাইলিদের ভাষ্য অনুযায়ী `গোলান হাইটসের উত্তরাঞ্চলে রকেট হামলা করা হলে তা প্রতিহত করে আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম`; আর এর পরেই সিরিয়ায় অভিযান শুরু হয়।

এর কারণে গোলান হাইটসের জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র মাউন্ট হেরমন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রবিবার চাদ সফরের সময় একটি সতর্কবার্তা জারি করেন।তিনি বলেন, ‘আমাদের একটি নির্দিষ্ট নীতি রয়েছে, সেটি হলো সিরিয়ায় ইরানি স্থাপনায় আঘাত করা এবং যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের ক্ষতি করা।’

সিরিয়ার অভ্যন্তরে আক্রমণ চালানোর বিষয়টি কদাচিৎ স্বীকার করে ইসরায়েল। তবে ২০১৮ সালের মে মাসে সিরিয়ার অভ্যন্তরের প্রায় সবকটি সেনাঘাঁটিতে আঘাত করার দাবি করেছিল ইসরায়েল।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি